নারীর প্রতি সহিংসতা বন্ধের আহ্বানে কর্মসূচি চট্টগ্রামে

চট্টগ্রামে নারীর প্রতি সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে মানববন্ধন ও সংহতি সমাবেশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি)।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2015, 05:16 PM
Updated : 26 Nov 2015, 05:16 PM

বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে পালিত এই কর্মসূচির স্লোগান ছিল ‘ঘরে-বাইরে শান্তি আনো, নারীর প্রতি সহিংসতা বন্ধ কর; বাল্য বিবাহ প্রতিরোধ কর’।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০১৫ উপলক্ষে ১৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন ও সংহতি সমাবেশ আয়োজন করা হয়।

সমাবেশে সংহতি জানিয়ে খেলাঘর চট্টগ্রাম মহানগরীর সভাপতি এ কিউ এম সিরাজুল ইসলাম বলেন, “এই একবিংশ শতাব্দিতেও নারীর প্রতি সহিংসতাকে সমাজ স্বাভাবিক আচরণ হিসেবে গণ্য করে, যা প্রমাণ করে আমরা এখনো একটি ভারসাম্যপূর্ণ মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে পারিনি।”

নারীর উপর সহিংসতা প্রতিরোধ থেকে শুরু করে লিঙ্গ সমতা নিশ্চিতে নারী সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সমাবেশে পিএসটিসি’র ইউনাইট ফর বডি রাইটসের ইয়ুথ প্রোগ্রামের ভাইস চেয়ারম্যান হাসনা হেনার সঞ্চালনায় বক্তব্য রাখেন সুগতা বড়ুয়া, ইয়ুথ ফোরামের সহ-সভাপতি উন্মে হাবিবা জেরিন ও নুরুদ্দিন সাখাওয়াত।