চট্টগ্রামে বেসরকারি স্কুলে অতিরিক্ত ভর্তি ফি আদায় বন্ধের দাবি

চট্টগ্রাম মহানগরের বেসরকারি স্কুল ও কিন্ডারগার্টেনগুলোয় অতিরিক্ত ভর্তি ফি আদায় বন্ধের দাবি জানিয়েছে ছাত্রলীগ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2015, 03:37 PM
Updated : 26 Nov 2015, 03:37 PM

বৃহস্পতিবার বিভিন্ন গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ দাবি জানায় তারা।

নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে চট্টগ্রামের অনেক বেসরকারি স্কুলে অতিরিক্ত ভর্তি ও পুনঃভর্তি ফি আদায় করা হচ্ছে।

“বেসরকারি স্কুল ও কিন্ডারগার্ডেন স্কুলগুলো ভর্তির সময় উন্নয়ন ফি, রাজস্ব ফি, জামানত ফির নামে অতিরিক্ত অর্থ আদায় করছে।”

অতিরিক্ত ফি আদায় বন্ধে বিভিন্ন বেসরকারি ও কিন্টারগার্টেন স্কুলে অভিন্ন ভর্তি ফি চালুরও দাবি জানান ছাত্রলীগ নেতারা।   

বেসরকারি বৃত্তি পরীক্ষা বন্ধেরও দাবি জানিয়েছেন তারা।

“মেধা বৃত্তির নামে বিভিন্ন ভুঁইফোড় সংগঠন প্রতারণার মাধ্যমে টাকা লোপাটে ব্যস্ত থাকে,” বলা হয়েছে বিবৃতিতে। 

এর আগে এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি ফেরত দেওয়ার দাবিতে আন্দোলন করেছিল ছাত্রলীগ। এর প্রেক্ষিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে বৈঠক করে আদায় করা অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ার  নির্দেশ দেন জেলা প্রশাসক।