চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালতে হামলা, পুলিশের ফাঁকা গুলি

চট্টগ্রাম নগরীর বিশ্ব কলোনি এলাকায় সিটি করপোরেশনের লেকসিটি আবাসন প্রকল্পের জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে বাধার মুখে পড়েছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2015, 03:21 PM
Updated : 26 Nov 2015, 03:27 PM

বৃহস্পতিবার দুপুরে নগরীর আকবর শাহ থানার বিশ্ব কলোনিতে বাধার পর গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিনের নেতৃত্বে অভিযানে যায় ভ্রাম্যমাণ আদালত।

নাজিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দীর্ঘদিন ধরে সিটি করপোরেশনের বাস্তবায়নাধীন লেকসিটি আবাসন প্রকল্পের ভেতরে জমি দখল করে লোকজন বস্তি নির্মাণ করেছিল।

“আগে কয়েকবার সেখানে অভিযান চালানো হয়। আজ প্রকল্পের জমিতে থাকা সর্বশেষ ১২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দখল হওয়া মোট ছয় শতক জমি উদ্ধার করা হয়েছে।”

অভিযানে বাধা পাওয়ার কথা জানিয়ে নাজিয়া শিরিন বলেন, অবৈধ দখলদাররা ইট-পাথর ছুড়েছিল। পুলিশ গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

“আমাদের কেউ আহত হয়নি।”

ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত অভিযান শুরু করে। বেলা দেড়টার দিকে প্রায় ৪০ জন লোক ইট-পাথর নিয়ে তাদের ওপর হামলা চালায়।

এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। পরে ভ্রাম্যমাণ আদালত বাকি কাজ শেষ করে।

আকবর শাহ থানার ওসি সদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হামলার পর আমরা নয় রাউন্ড ফাঁকা গুলি করেছি। তবে হামলায় বা গুলিতে কেউ আহত হয়নি।”