বন্দরে কনটেইনার আটক

শুল্ক ফাঁকি দিতে মিথ্যা ঘোষণায় আনা পণ্যভর্তি একটি কন্টেইনার আটক করেছে চট্টগ্রাম শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2015, 11:08 AM
Updated : 25 Nov 2015, 11:08 AM

বুধবার দুপুরে চট্টগ্রাম বন্দরে কন্টেইনারের কায়িক পরীক্ষার পর শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা নন উভেন ফেব্রিকস আমদানির কথা বলে লেমিনেটেড ফেব্রিকস আমদানির বিষয়টি দেখতে পান।

মিথ্যা ঘোষণা দিয়ে ঢাকার গ্লোবাল বিজনেস নামে প্রতিষ্ঠানটি শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা করছিল, বলেন চট্টগ্রাম কাস্টমসের শুল্ক গোয়েন্দা বিভাগের উপ-পরিচালক জাকির হোসেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চীন থেকে ঢাকার প্রতিষ্ঠানটি ৪০ ফুট দৈর্ঘ্যের কন্টেইনারটি চট্টগ্রাম আনে। এসব পণ্যের সিঅ্যান্ডএফ এজেন্ট চট্টগ্রামের কমিটমেন্ট ইন্টারন্যাশনাল।  

জব্দ করা ফেব্রিকসগুলোর দাম কোটি টাকা জানিয়ে শুল্ক গোয়েন্দা কর্মকর্তা জাকির বলেন, মিথ্যা ঘোষণায় প্রতিষ্ঠানটি প্রায় ১৬ লাখ টাকার শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা করেছে।

সাধারণত  নন উভেন ফেব্রিকস আমদানির ঘোষণা দিয়ে প্রতিষ্ঠানটি শুল্ক আসে ৫৯ দশমিক ৮৯ শতাংশ। আর লেমিনেটেড ফেব্রিকসে আসে ১০৬ দশমিক ৩৫ শতাংশ।