চালের ট্রাক খাদে: দেড় মাস পর চালক গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে চালের ট্রাক খাদে পড়ে সাতজন নিহত হওয়ার প্রায় দেড় মাস পর ট্রাকচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2015, 07:27 AM
Updated : 25 Nov 2015, 07:27 AM

বুধবার সকালে নগরীর অলংকার মোড় থেকে চালক মুস্তাকিন হোসেনকে (৩৪) গ্রেপ্তার করা হয় বলে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট ফরিদ উদ্দিন।

গ্রেপ্তার মুস্তাকিন নঁওগা সদর উপজেলার বাচারি গ্রামের নূর মোহাম্মদের ছেলে। 

গত ১২ অক্টোবর ভোরে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার দক্ষিণ সোনাপাহাড় ঘরতাকিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে।

নঁওগা থেকে চট্টগ্রামগামী চালবোঝাই ট্রাকটি খাদে পড়ে ঘটনাস্থলেই সাতজন নিহত হন।

নিহতরা সবাই চালের বস্তার উপরে বসে ছিলেন বলে সে সময় জানিয়েছিলেন সার্জেন্ট ফরিদ।   

দুর্ঘটনার পর পুলিশ একটি মামলা করেছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সার্জেন্ট ফরিদ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আত্মগোপনে থাকা মুস্তাকিনকে গ্রেপ্তার করা হয়।”