চট্টগ্রামে সড়ক থেকে ৩০ স্থাপনার অংশবিশেষ উচ্ছেদ

বন্দর নগরীর ডিসি রোড সম্প্রসারণ প্রকল্পের জমিতে থাকা ৩০টি স্থাপনার অংশ বিশেষ উচ্ছেদ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2015, 02:10 PM
Updated : 24 Nov 2015, 02:10 PM

মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন ওয়ান নু’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ উচ্ছেদ অভিযান চালায়।

অভিযানে দেওয়ান বাজার ও মিয়া বাড়ি মসজিদ সংলগ্ন এলাকায় বিভিন্ন বাড়ি ও দোকানের অংশ বিশেষ বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়।

ম্যাজিস্ট্রেট কিন ওয়ান নু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সড়কটির সম্প্রসারণ কাজ প্রায় শেষের দিকে। কয়েকটি বাড়ি ও স্থাপনার মালিক নিজেদের সীমানা ছাড়িয়ে সড়কের জন্য নির্ধারিত সরকারি জমি পর্যন্ত সেগুলোকে বর্ধিত করেছিল।"

“তাই সড়ক সম্প্রসারণের কাজে এসব বাড়ি ও স্থাপনা বাড়তি অংশ সরিয়ে নিতে মালিকদের লিখিত ও মৌখিকভাবে আগেই জানানো হয়েছিল।"

এসব বাড়ি ও স্থাপনার মালিকেরা নিজে থেকে বর্ধিত অংশগুলো না সরানোয় প্রশাসনের পক্ষ থেকে সরিয়ে দেওয়া হয় বলে জানান ম্যাজিস্ট্রেট কিন ওয়ান।