বন্ডে আনা মালামাল বিক্রির অভিযোগে মামলা

বন্ডসুবিধায় আনা মালামাল খোলা বাজারে বিক্রির অভিযোগে চট্টগ্রামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে শুল্ক গোয়েন্দো বিভাগ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2015, 05:27 AM
Updated : 23 Nov 2015, 05:28 AM

সোমবার সকালে ‘সানরাইজ এক্সসোরিজ’ নামে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কাস্টমস বন্ড কমিশনারের কাছে মামলাটি করা হয় বলে শুল্ক গোয়েন্দা বিভাগের উপ-পরিচালক জাকির হোসেন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, চট্টগ্রামের হাটহাজারী উপজেলার দক্ষিণ পাহাড়তলীর ‘সানরাইজ এক্সসোরিজ’ বন্ডের আওতায় বিভিন্ন ধরনের পলিফিল্ম আমদানি করেছে।

“এগুলোর মধ্যে ৫৮০ টন পলি পাইলিং রেজিন (পিপি), ডুপ্লেক্স বোর্ডসহ বিভিন্ন ধরনের পলিফিল্ম খোলাবাজারে বিক্রি করেছে প্রতিষ্ঠানটি, যেসবের দাম প্রায় তিন কোটি ৭৫ লাখ টাকা।”  

খোলা বাজারে এসব মালামাল বিক্রির মাধ্যমে সরকারের রাজস্ব ও শুল্ক ফাঁকির অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান এই শুল্ক গোয়েন্দা কর্মকর্তা।