যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্তের দাবি

যুদ্ধাপরাধীদের দণ্ড কার্যকরের পাশাপাশি তাদের সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানিয়েছে চট্টগ্রাম পেশাজীবী সমন্বয় পরিষদ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2015, 04:12 PM
Updated : 22 Nov 2015, 04:12 PM

রোববার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরের আনন্দ সমাবেশে এ আহ্বান জানান সংগঠনের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী।

তিনি বলেন, “রায় কার্যকরের পর এবার যুদ্ধপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে, যাতে এসব সম্পত্তি দেশবিরোধী কোনো কাজে ব্যবহৃত হতে না পারে।”

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মো. মুজাহিদের ফাঁসি কার্যকর হওয়ায় এ সমাবেশ হয়।

সমাবেশে সাকা চৌধুরীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলায় সাক্ষ্য দেওয়া মুক্তিযোদ্ধা নুরুল আবছারকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

চট্টগ্রাম পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি ডা. একিউএম সিরাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে ড. জ্যোতি প্রকাশ দত্ত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষী সুরক্ষা কমিটির সদস্য কমান্ডার মোজাফফর আহমদ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট চট্টগ্রামের সাবেক সভাপতি প্রকৌশলী মো. হারুন ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী বক্তব্য রাখেন।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি শহীদ উল আলম, অঞ্জন কুমার সেন, নারী নেত্রী নুরজাহান খান, পরিবেশবিদ ও মুক্তিযোদ্ধা মুহাম্মদ ইদ্রিস আলী ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী সমাবেশে উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে জাতীয় পতাকা হাতে একটি মিছিল চট্টগ্রাম প্রেসক্লাব থেকে চেরাগী পাহাড় মোড়ে গিয়ে শেষ হয়।