দক্ষিণ চট্টগ্রামের ১৯ রুটে ১৯ অক্টোবর পরিবহন ধর্মঘট

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসহ আঞ্চলিক সড়কগুলো সংস্কারের দাবিতে আগামী ১৯ অক্টোবর দক্ষিণ চট্টগ্রামের ১৯টি রুটে সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2015, 03:36 PM
Updated : 13 Oct 2015, 03:36 PM

মঙ্গলবার চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লায় সংগঠনটির এক সভায় এ সিদ্ধান্তের পর রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তা গণমাধ্যমকে জানানো হয়।

গ্রুপের মহাসচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটি দেশের জন্য অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি সড়ক, যা বর্তমানে প্রায় চলাচল অযোগ্য। এতে দুর্ঘটনা বাড়ছে। নিয়মিতই যানবাহন নষ্ট হচ্ছে। এটি জরুরি ভিত্তিতে সংস্কার প্রয়োজন।”

সড়ক সংস্কারের দাবিতে তারা ১৯ অক্টোবর চট্টগ্রাম-কক্সবাজারসহ দক্ষিণ চট্টগ্রামের ১৯টি রুটে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন বলেও জানান তিনি।

আজাদ জানান, বাস, মিনিবাস, ট্রাক ও ভারী যানবাহন এ ধর্মঘটের আওতায় থাকবে। ছোট যানবাহন ও ব্যক্তিগত যানবাহন ধর্মঘটের আওতামুক্ত থাকবে।

সভায় পরিবহন মালিক গ্রুপের নেতা কফিল উদ্দিন, মোহাম্মদ ইউনুচ, খোরশেদুল আলম, নুরুল ইসলাম, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ মুছা, আয়ুব আলী, মোবারক হোসেন উপস্থিত ছিলেন।

দক্ষিণ চট্টগ্রামের এসব রুটে চট্টগ্রাম জেলার পটিয়া, বোয়ালখালী, আনোয়ারা, চন্দনাইশ, সাতকানিয়া, বাঁশখালী ও লোহাগাড়া উপজেলায় যান চলাচল করে। এছাড়া কক্সবাজার ও বান্দরবান জেলায় যেতেও এসব রুট ব্যবহার করতে হয়।