চট্টগ্রামে পূজায় ‘উত্তেজনা’ তৈরির শঙ্কা পুলিশের

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ‘বিকৃত’ করে দুর্গাপূজার সময় চট্টগ্রামে ‘উত্তেজনা’ তৈরির আশঙ্কা করছে আইন-শৃঙ্খলা বাহিনী। 

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2015, 01:36 PM
Updated : 13 Oct 2015, 01:36 PM

দুর্গাপূজা শুরুর এক সপ্তাহ আগে মঙ্গলবার চট্টগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বন্দর নগরীর বিভিন্ন পূজা কমিটির নেতাদের সঙ্গে বৈঠকে এই শঙ্কা প্রকাশ করেন চট্টগ্রামের পুলিশ সুপার একেএম হাফিজ আক্তার।

তিনি বলেন, “পরিস্থিতি বিশ্লেষণ করে আমরা মনে করছি, চট্টগ্রামে এ বছর এ ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।”

ফটোশপে ছবি বিকৃত করে ধর্মীয় উত্তেজনা ছড়ানোর সম্ভাবনাকে এ বছর পূজায় বড় হুমকি বলেও মনে করছেন পুলিশ সুপার।

চট্টগ্রামের পাশের জেলা কক্সবাজারের রামুকে তিন বছর আগে এভাবে উত্তেজনা ছড়িয়ে বৌদ্ধ সম্প্রদায়ের মন্দির ও বসতিতে হামলা হয়েছিল। 

রামুর কথা স্মরণ করিয়ে পুলিশ সুপার বলেন, “অতীতেও চট্টগ্রাম থেকে এ ধরনের বিভিন্ন বিভ্রান্তিকর খবর ছড়িয়েছিল।”

যুদ্ধাপরাধীদের রায় কার্যকরকে সামনে রেখে তাদের পক্ষ থেকেও পরিস্থিতির অবনতি ঘটানোর ষড়যন্ত্র চলছে বলেও দাবি করেন পুলিশ সুপার হাফিজ। 

এসব বিষয়ে সবাইকে সর্তক থাকার পরামর্শ দিয়ে রাতে বিভিন্ন মণ্ডপে পাহারা বসাতে পূজা কমিটির নেতাদের অনুরোধ জানানো হয়েছে।

আগামী ১৯ অক্টোবর শুরু হবে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা।

এ বছর চট্টগ্রাম জেলা ও নগরীতে ব্যক্তিগত ও সার্বজনীন মিলিয়ে মোট ১ হাজার ৯৪৩টি মণ্ডপে দুর্গাপূজা হবে। এর মধ্যে নগরীতে ৩২৫টি ও ১৪টি উপজেলায় মোট ১ হাজার ৬১৮টি সার্বজনীন মণ্ডপের পাশাপাশি ২২২টি ব্যক্তিগত ও পারিবারিক পূজামণ্ডপ রয়েছে।   

চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে আসন্ন দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন শুক্রবার জুমার নামাজের সময়কে বাদ দিয়ে প্রতিমা বিসর্জনের আহ্বান জানান।

মতবিনিময় সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চট্টগ্রাম জেলা শাখার সভাপতি শ্যামল কুমার পালিত, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিদ্যালাল শীলসহ বিভিন্ন কমিটির নেতারা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন আইন-শৃঙ্খলা বহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।