চট্টগ্রামে অটো চলাচল বন্ধ না হওয়া ওসিদের নোটিস

চট্টগ্রাম জেলার মহাসড়কে অটোরিকশা চলাচল বেড়ে যাওয়ায় সাত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) কারণ দর্শাতে বলা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Oct 2015, 12:40 PM
Updated : 10 Oct 2015, 12:40 PM

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কেএম হাফিজ আক্তার শুক্রবার এক আদেশে মহাসড়কসংলগ্ন মিরসরাই, জোরারগঞ্জ, সীতাকুণ্ড, পটিয়া, চন্দনাইশ, লোহাগাড়া ও সাতকানিয়া থানার ওসিকে কারণ দর্শানোর নোটিস দেন।

মিরসরাই, সীতাকুণ্ড, জোরারগঞ্জ থানা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং পটিয়া, চন্দনাইশ, লোহাগাড়া ও সাতকানিয়া থানা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের অবস্থান রয়েছে।

শনিবার বিকালে হাফিজ আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহাসড়কগুলোতে সিএনজিচালিত অটোরিকশা চলাচল না কমায় সাত থানার ওসিকে কারণ জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছে। মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধে ওসিদের আরও কঠোর হতে বলা হয়েছে। 

এক্ষেত্রে শুধু আইনের প্রয়োগ নয় সব শ্রেণির মানুষের সচেতনতা প্রয়োজন বলেও মনে করেন তিনি।

গত ১ অগাস্ট থেকে মহাসড়কে অটোরিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হলেও যথাযথভাবে না মানায় দুর্ঘটনা ঘটছে।

শুক্রবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া মনসারটেক এলাকায় বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হন।