চালু হলো চবির নতুন দুই ছাত্রাবাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত দুই ছাত্রাবাসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2015, 10:16 AM
Updated : 8 Oct 2015, 11:53 AM

বৃহস্পতিবার দুপুরে ভিডিও কনাফেরেন্সের মাধ্যমে নবর্নিমিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’ ও ‘জননেত্রী শেখ হাসিনা হল’ উদ্বোধন করেন তিনি।

চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হল দুটির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয় শিক্ষক-কর্মকর্তাদের আবাসনের জন্য ডরমেটরি নির্মাণের প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন।

প্রায় ৪৫ হাজার বর্গফুটের দ্বিতল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে আবাসন ব্যবস্থার পাশাপাশি থাকছে পাঠাগার, ক্যান্টিন ও প্রার্থনার জন্য আলাদা কক্ষ।

শিক্ষার্থীদের ইনডোর গেমস রুম, কমন রুম, দোকান ও লন্ড্রির ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান প্রকৌশলী জাহাঙ্গীর ফজল ।

আর চারতলাবিশিষ্ট জননেত্রী শেখ হাসিনা হলের মোট আয়তন প্রায় ৯৮ হাজার ৫০০ বর্গফুট।

হলে লিফট, দুই হাজার বর্গফুটের পাঠাগার এবং কমনরুমেরও ব্যবস্থা রাখা হয়েছে।

এছাড়া ইনডোর গেমসের সুবিধার পাশাপাশি ছাত্রীদের জন্য রান্নাঘর ও প্রার্থনাকক্ষও রাখা হয়েছে।

নয় কোটি ৭৫ লাখ ৮৫ হাজার টাকা ব্যয়ে বঙ্গুবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও ১৫ কোটি ৬৫ লাখ দুই হাজার টাকা ব্যয়ে নির্মিত জননেত্রী শেখ হাসিনা হল নির্মাণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মানছুর আহমদ চৌধুরী, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল হোসেন, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন সেকান্দর হোসেন, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. কামরুল হুদা, প্রক্টর আলী আজগর চৌধূরীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।