মাজারে জোড়াখুন: জেএমবি সদস্য সুজনের স্বীকারোক্তি

চট্টগ্রামের বায়েজিদে কথিত ফকির ও তার সহযোগীকে হত্যার ঘটনায় গ্রেপ্তার নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির এক সদস্য স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2015, 04:09 PM
Updated : 7 Oct 2015, 04:22 PM

বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর হাকিম ঝলক রায়ের আদালতে জেএমবি সদস্য মো. সুজন ওরফে বাবু ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

চট্টগ্রাম আদালত পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার কাজী মুত্তাকি ইবনু মিনান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জেএমবি সদস্য সুজন কথিত ফকির ন্যাংটামামা ওরফে রহমত উল্লাহ ও খাদেম আবদুল কাদের হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।”

ফকির ‘লেংটা মামু’ খুন হওয়ার পর কান্নায় ভেঙে পড়েন এক ভক্ত। (ফাইল ছবি)

মাজারে ন্যাংটা অবস্থায় থাকা, ইসলামী শরিয়াবিরোধী কার্যক্রম পরিচালনা এবং তাকে সিজদা করার কারণে হত্যা করার কথা সুজন স্বীকার করেছে বলে জানান মিনান তিনি।

তিনি আরও জানান, ফকিরকে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় খাদেম কাদের দেখে ফেলায় তাকেও ঘাড়ে কোপ দিয়ে হত্যা করা হয় বলে সুজন জানিয়েছে।

গত ৪ সেপ্টেম্বর বায়েজিদ থানার শের শাহ বাংলাবাজার এলাকায় ন্যাংটামামুর মাজারে কথিত ফকির রহমত ও খাদেম কাদেরকে কুপিয়ে হত্যা করা হয়।

পরে সোমবার রাতে জেএমবি সদস্য সুজন ওরফে বাবুকে অপর চার সদস্যের সঙ্গে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ।

এসময় জেএমবির ‘সামরিক প্রধানকেও’ গ্রেপ্তার করে পুলিশ।