চট্টগ্রামে চার লবণ উৎপাদন প্রতিষ্ঠানকে জরিমানা

আয়োডিন না মিশিয়ে লবণ উৎপাদন করায় চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2015, 02:30 PM
Updated : 6 Oct 2015, 02:30 PM

প্রতিষ্ঠানগুলো হলো- মেসার্স সি সাইড সল্ট ক্র্যাশিং ইন্ডাস্ট্রি, মেসার্স পপুলার সল্ট ক্র্যাশিং ইন্ডাস্ট্রি, মেসার্স জননী সল্ট ক্র্যাশিং ইন্ডাস্ট্রি ও মেসার্স সুমন সল্ট ক্র্যাশিং ইন্ডাস্ট্রি।

মঙ্গলবার বেলা ১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নগরীর মাঝিরঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আখতার।

শারমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আয়োডিন না মিশিয়ে লবণ উৎপাদন করায় ‘আয়োডিন অভাব জনিত রোগ প্রতিরোধ আইন ১৯৮৯’ এর অধীনে চারটি কারখানাকে পাঁচ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।”

অভিযানে চট্টগ্রাম বিসিকের মান নিয়ন্ত্রণ কর্মকর্তা রমেশ চন্দ্র সানা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।