চট্টগ্রাম রেলওয়ের পূর্বাঞ্চলের দুই একর জমি দখল মুক্ত

চট্টগ্রাম নগরীর পাহাড়তলির সেগুন বাগান এলাকায় অভিযান চালিয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের দুই একর জমি দখল মুক্ত করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2015, 01:59 PM
Updated : 5 Oct 2015, 01:59 PM

সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ অভিযান চলে।

পূর্ব রেলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ইশরাত রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কয়েক মাস আগে রেলের মালিকানাধীন দুই একর জমি দখল করে পাঁচ ব্যক্তি মিলে একটি অ্যাসফল্ট প্ল্যান্ট করেন। শাহ আমানত অ্যাসফল্ট প্ল্যান্ট নামের ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরণ।”

অভিযানের আগে তাদের নোটিশ দিয়ে জানানো হয়েছে জানিয়ে ইশরাত বলেন,  “অভিযানের আগেই প্ল্যান্টটির মালিকপক্ষ অধিকাংশ যন্ত্রপাতি ও স্থাপনা সরিয়ে ফেলেছে।”

জমি দখলমুক্ত করে খুঁটি পুঁতে ও লাল পতাকা দিয়ে রেলওয়ের জমি চিহ্নিত করে এসেছেন বলেও জানান ইশরাত।