চট্টগ্রামে তিনটি তেল কলকে জরিমানা

লাইসেন্স না নেওয়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে তেল উৎপাদন করায় চট্টগ্রামে তিনটি কারখানাকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2015, 01:29 PM
Updated : 5 Oct 2015, 01:29 PM

সোমবার নগরীর চাক্তাই বাজার ও জালালাবাদ এলাকায় এ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অস্বাস্থ্যকর পরিবেশে তেল উৎপাদন করায় দুটি কারখানাকে জরিমানার পাশাপাশি সিলগালা করা হয়েছে। 

অভিযানে নগরীর চাক্তাই বাজার এলাকার শাহ মোহসেন ওয়েল মিলকে অপরিচ্ছন্ন পরিবেশে সরিষা তেল উৎপাদন করায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।  

অপরিচ্ছন্ন পরিবেশে সয়াবিন তেল উৎপাদন করায় চাক্তাইয়ের মদিনা এজেন্সিকে ৫০ হাজার টাকা জরিমানা করে সেটি সিলগালা করে দেওয়া হয় বলে জানান ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন।  

অন্যদিকে বায়েজিদ এলাকায় সনদ ছাড়া তেল উৎপাদন করায় নুর সয়াবিন মিলকে সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।