চট্টগ্রামে পোশাককর্মীদের সড়ক অবরোধ

বকেয়া ঈদ বোনাসের দাবিতে চট্টগ্রামের সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে দুটি পোশাক কারখানার শ্রমিকরা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2015, 01:27 PM
Updated : 5 Oct 2015, 01:27 PM

সোমবার বিকালে ‘চিটাগাং এশিয়ান’ ও ‘ফরচুন’ কারখানার শ্রমিকরা অবরোধ করলে পৌনে দুই ঘণ্টা শেরশাহ বাংলা বাজার সড়কে যান চলাচল বন্ধ ছিল।

চট্টগ্রাম শিল্প পুলিশের পরিদর্শক (গোয়েন্দা) আরিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বকেয়া বোনাসের দাবিতে শ্রমিকরা বিকাল ৪টার দিকে সড়কে নেমে পড়ে।

“ঈদের আগে মালিক পক্ষ বোনাস দিতে চাইলেও শ্রমিকরা বেসিকের ১০০ শতাংশ দাবি করে বোনাস নেয়নি। ছুটির পর শ্রমিকরা বোনাস দাবি করে সড়ক অবরোধ করে।

প্রতিষ্ঠানের মালিক এম এ সালাম দেশের বাইরে অবস্থান করায় তার প্রতিনিধিরা এসে শ্রমিকদের দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলে পৌনে ৬টার দিকে শ্রমিকরা সড়ক ছাড়ে।