শাটল ট্রেন থেকে পড়ে চবির দুই শিক্ষার্থী আহত

হাত থেকে ফসকে যাওয়া ব্যাগ ধরতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী (চবি) শাটল ট্রেন থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন দুই শিক্ষার্থী।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2015, 09:40 AM
Updated : 5 Oct 2015, 09:40 AM

সোমবার সকাল সোয়া ১০টার দিকে ক্যান্টনমেন্ট ও চৌধুরীহাট স্টেশনের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী জানান।

আহত শিক্ষার্থী আরেফিন কাব্য ও শারমিন সুলতানাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে পা্রথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আরেফিন বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের অ্যাকাউন্টিং এবং শারমিন ২০১১-১২ শিক্ষাবর্ষের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের বরাত দিয়ে প্রক্টর আলী আজগর জানান, আরেফিন নগরী থেকে এবং শারমিন ক্যান্টনমেন্ট স্টেশন থেকে শাটলে উঠেছিলেন।

“ট্রেনের দরজায় বসে থাকা শারমিনের হাত থেকে ব্যাগ পড়ে গেলে সে ব্যাগ ধরতে লাফ দেয়। তাকে পড়ে যেতে দেখে আরেফিনও লাফ দেয়। ভয়ে শারমিন জ্ঞান হারিয়ে ফেলে এবং আরেফিন ডান হাতে সামান্য ব্যথা পায়।”

পরে হাটহাজারী থানার পুলিশ তাদের উদ্ধার করে মেডিকেল সেন্টারে নিয়ে যায় বলে জানান তিনি।

আলী আজগর বলেন, “এর আগেও দরজায় বসে থাকা একাধিক শিক্ষার্থী বিভিন্ন সময় দুর্ঘটনার শিকার হয়েছে। এজন্য শিক্ষার্থীদের দরজায় বসতে নিষেধ করা হয়েছে। ভবিষ্যতে কেউ দরজায় বা ইঞ্জিনে বসে ভ্রমণ করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”