বিদেশিদের সজাগ থাকার পরামর্শ চট্টগ্রাম শিল্প পুলিশের

এক সপ্তাহের মধ্যে দুই বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের পর চট্টগ্রামে থাকা বিভিন্ন কারখানার বিদেশি মালিক ও কর্মকর্তাদের সজাগ থাকার পরামর্শ দিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2015, 04:21 PM
Updated : 4 Oct 2015, 04:21 PM

তবে আতঙ্কিত হওয়ার মতো কোনো অবস্থা তৈরি হয়নি বলেও তাদের আশ্বস্ত করা হয়েছে।

রোববার চট্টগ্রামের তিনটি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা- সিইপিজেড, কর্ণফুলী ইপিজেড ও কোরিয়ান ইপিজেডর বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ পরামর্শ দেওয়া হয়।

শিল্প পুলিশ-৩ এর পরিচালক তোফায়েল আহমেদ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান
,
চট্টগ্রামে বিভিন্ন বিদেশি কারখানায় কর্মরত বিদেশি লোকজন এবং সে সব প্রতিষ্ঠানের কর্মকর্তা ও তিনটি ইপিজেডের ব্যবস্থাপনা পরিচালকদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিদেশি নাগরিকদের আতঙ্কিত না হয়ে সচেতন থাকতে বলা হয়েছে।” 

কোনো বিদেশি নাগরিক তাদের চলাফেরায় নিরাপত্তার জন্য পুলিশের সহায়তা চাইলে তাদের সবধরনের সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি। 

প্রয়োজনে শিল্পাঞ্চল এলাকায় পুলিশ টহলও জোরদার করার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান শিল্প পুলিশ কর্মকর্তা তোফায়েল।

গত ২৮ সেপ্টেম্বর ঢাকার গুলশানে ইতালীয় এনজিওকর্মী চেজারে তাভেল্লাকে গুলি চালিয়ে হত্যা করা হয়। আর শনিবার সকালে রংপুরে একই কায়দায় খুন করা হয় জাপানি নাগরিক কুনিও হোশিকে।

শিল্প পুলিশের হিসেব মতে চট্টগ্রামের তিনটি ইপিজেডসহ প্রায় দেড় শতাধিক আরএমজি (পোশাক কারখানা) ও নন আরএমজি প্রতিষ্ঠানে প্রায় ৬৮৮ জন বিদেশি নাগরিক কর্মরত আছেন।