সাতকানিয়ায় ১৪ শিবিরকর্মী আটক

চট্টগ্রামের সাতকানিয়ায় ইসলামী ছাত্রশিবিরের ১৪ কর্মীকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2015, 01:21 PM
Updated : 4 Oct 2015, 01:21 PM

রোববার বিকালে কেরানী হাটের ‘বি টি কোচিং সেন্টার’ থেকে তাদের আটক করা হয়।

নাশকতার পরিকল্পনায় শিবিরকর্মীরা গোপনে বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান সাতকানিয়া থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গোপন বৈঠক চলাকালে কেরানী হাটের ‘বি টি কোচিং সেন্টারে’ অভিযান চালিয়ে ১৪ শিবিরকর্মীকে আটক করা হয়।”

চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) একেএম এমরান ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিভিন্ন সময়ে শিবিরকর্মীরা কোচিং সেন্টারের আড়ালে জড়ো হয়ে গোপন বৈঠক করে আসছে বলে আমাদের কাছে অভিযোগ আছে।

“এমন সংবাদের ভিত্তিতে বিকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।”

আটকদের বিষয়ে যাচাই-বাছাই চলছে বলেও জানান পুলিশ কর্মকর্তা এমরান।  

এর আগে গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় কেরানী হাটে শিবির পরিচালিত পাঞ্জেরি ও শাহজালাল কোচিং সেন্টারে অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করে আইন-শৃঙ্খলা বাহিনী।