ইলিশ ধরায় সাগরে পাঁচ ট্রলারসহ ১২ জেলে আটক

নিষেধাজ্ঞা ভেঙে ইলিশ ধরার অভিযোগে সাগরে অভিযান চালিয়ে পাঁচটি ট্রলারসহ ১২ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2015, 11:36 AM
Updated : 4 Oct 2015, 11:36 AM

শনিবার গভীর রাতে সন্দ্বীপ উপজেলার উড়ির চর থেকে তাদের আটক করা হয় বলে বাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কমান্ডার ম. ফয়জুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসময় তাদের কাছ থেকে ২০০ কেজি মা ইলিশ মাছ ও ২০ হাজার মিটার জালও জব্দ করে কোস্ট গার্ড পূর্ব জোনের সদস্যরা।

মা ইলিশ রক্ষায় ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, পরিবহন ও বেচাকেনা নিষিদ্ধ করেছে সরকার।

এর আগে শুক্রবার ভোরে সাগরের সাঙ্গু গ্যাস ফিল্ড এলাকায় অভিযান চালিয়ে ১২টি মাছ ধরার নৌকা ও সরঞ্জামসহ ১৮০ জন জেলেকে আটকের পাশাপাশি ৭০ মন জাটকা জব্দ করা হয়।

এছাড়া বুধবার বহির্নোঙরে দুটি ট্রলার থেকে ৬০০ কেজি ইলিশ মাছ জব্দ করে ৪০ জন জেলেকে আটক করে কোস্ট গার্ড।