চবিতে আইন অনুষদ ভবন উদ্বোধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত আইন অনুষদ ভবন উদ্বোধন করা হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2015, 07:27 AM
Updated : 3 Oct 2015, 09:11 AM

শনিবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা নবনির্মিত এ ভবন উদ্বোধন করেন।

একে খান ফাউন্ডেশনের অর্থায়নে নির্মিত হয়েছে এ ভবনটি।

৬০ হাজার বর্গফুটের ভবনটিতে থাকছে কম্পিউটার ল্যাব, সাড়ে ৫০০ আসন বিশিষ্ট মিলনায়তন, মাল্টিমিডিয়া ক্লাস রুম ও সেমিনার পাঠকক্ষ। 

এছাড়া ভবনটির প্রতিটি কক্ষ শীতাতপ নিয়ন্ত্রিত এবং ওয়াইফাই জোন।

সকালে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান, আইন কমিশনের সদস্য অধ্যাপক এম শাহ আলম, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার সৈয়দ আমিনুল ইসলাম, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ নুরুল হুদা, বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী, চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, একেখান ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি সালাউদ্দিন কাশেম খান।

নব নির্মিত এ অনুষদ ভবনটিতে একটি মুট কোর্টও (প্রতীকী আদালত) স্থাপন করা হয়েছে। আইনের বিষয়গুলোর ওপর তাত্ত্বিক ব্যবহারিক জ্ঞান অর্জনের জন্য এই পদক্ষেপ।

প্রায় ২০ কোটি নির্মিত ভবনটি নির্মানের পর ১৫ বছর সংস্কার কাজও করবে একে খান ফাউন্ডেশন।

২০১১ সালের ৩ নভেম্বর ভবনের ভিত্তিস্থাপন করেন তৎকালীন আইনমন্ত্রী শফিক আহমেদ। ভবনের কাজ শুরু হয় ২০১২ সালের মার্চ মাসে।