ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট

টানা বর্ষণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে বড় গর্ত হওয়ায় ফেনীতে ওই সড়কের ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট দেখা দিয়েছে।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2015, 02:55 PM
Updated : 3 Sept 2015, 02:55 PM

বৃহস্পতিবার সকাল থেকে মহাসড়কের ফেনী অংশে ধীরগতিতে যান চললেও বিকেলে মুহুরীগঞ্জ থেকে মোহাম্মদ আলী পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে চলছে গাড়ি। ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে বসে অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার ওসি সালেহ আহম্মদ পাঠান জানান, মহাসড়কের ফতেহপুর অংশে বড় বড় গর্ত হওয়ায় সড়ক বিভাগ মেরামত করছে। গাড়ি এক লেন দিয়ে ধীরগতিতে চলছে। তাছাড়া সকালে কুমিল্লার সুয়াগাজীতে প্রাইভেটকার ও কাভার্ডভ্যানের সংঘর্ষের পর সৃষ্ট যানজট ধীরে ধীরে ফেনী অংশে পৌঁছায়। যানজট নিরসনে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে একাধিক ট্রাফিক পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

রাতে গাড়ির চাপ কমলে যানজট স্বাভাবিক হবে বলে ওসি মনে করছেন।

যাত্রীবাহী বাস সৌদিয়া পরিবহনের চালক আমিনুল ইসলাম জানান, বৃষ্টির কারণে মহাসড়কে পানি জমে বড় বড় গর্ত হওয়ায় গাড়ি চালাতে সমস্যা হচ্ছে। সড়ক বিভাগের লোকজন ইটের টুকরো দিয়ে গর্ত ভরাট করলেও তা বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না। 

ফেনী থেকে ঢাকাগামী স্টারলাইন পরিবহনের যাত্রী মহিউদ্দিন খোন্দকার বলেন, বিকেল সাড়ে ৩টায় বাসে উঠে সন্ধ্যা ৭টা পর্যন্ত চৌদ্দগ্রাম পৌঁছাতে পেরেছেন। আধাঘণ্টার পথ যেতে সাড়ে তিন ঘণ্টা লেগেছে।

এভাবে চললে ঢাকা যেতে পরদিন সকাল হয়ে যাবে বলে তিনি আশঙ্কা করছেন।