অবৈধ স্থাপনা উচ্ছেদে চট্টগ্রাম রেলওয়ের অভিযান

পূর্ব রেলের সদর দপ্তর সিআরবির আশেপাশে অভিযান চালিয়ে আড়াইশ অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সাড়ে চার একর জমি উদ্ধার করেছে চট্টগ্রাম রেলওয়ে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2015, 01:09 PM
Updated : 3 Sept 2015, 01:11 PM

বৃহস্পতিবার সকাল ১১টা খেকে বিকাল ৫টা পর্যন্ত এ অভিযান চলে।

সিআরবি সংলগ্ন সাত রাস্তার মাথা, গলাচিপা এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পেছনের পাহাড়ে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

পূর্ব রেলের ভূ-সম্পতি কর্মকর্তা আবদুল বারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুই বছর আগেও একবার এসব এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়।

“এরপর আবার এসব জমি দখল করে ঘর-বাড়ি তৈরি করায় অভিযানে আড়াইশ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।”

উচ্ছেদ হওয়া স্থাপনার মধ্যে কাঁচা ঘর, দোকান ও সেমিপাকা ঘর রয়েছে বলে জানান তিনি।

অভিযানে অংশ নেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন, পুলিশ, রেলওয়ে পুলিশ, রেলের কর্মকর্তা ও আনসার সদস্যরা।