চট্টগ্রামে ছয়টি ফার্মেসিকে জরিমানা, একটি সিলগালা

অনুমোদনহীন ওষুধ বিক্রি ও সনদ না থাকায় চট্টগ্রাম নগরীর ছয়টি ফার্মেসিকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2015, 01:07 PM
Updated : 3 Sept 2015, 01:07 PM

বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত চলা এ অভিযানে এদের মধ্যে একটি ওষুধের দোকান সিলগালাও করে আদালত।

ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনুমোদনহীন ওষুধ বিক্রি এবং সনদ না থাকায় ফিরিঙ্গি বাজারের তৃষ্ণা মেডিকেল হলকে ১০ হাজার টাকা জরিমানা ও সিলগালা করা হয়েছে।”

অভিযানে বাকলিয়া থানার মিয়াখান নগরের বিএন ফার্মেসিকে ২০ হাজার টাকা, মেসার্স হক ফার্মেসিকে ১০ হাজার টাকা, বসুন্ধরা ফার্মেসিকে পাঁচ হাজার টাকা ও জাপান ডেন্টাল কেয়ারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।

অভিযানে ফিরিঙ্গি বাজারের সবুজ ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।