মিরসরাইয়ে গুলি করে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১

চট্টগ্রামের মিরসরাইয়ে প্রকাশ্যে গুলি করে ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2015, 01:18 PM
Updated : 2 Sept 2015, 01:18 PM
এসময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি মোটর সাইকেলও উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তার মো. নূর হোসেন আরিফ (২৫) দুর্গাপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের বাসিন্দা।

বুধবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারহানা ইয়াসমিনের আদালতে জবানবন্দিও দিয়েছেন আরিফ।

মিরসরাই থানার ওসি ইমতিয়াজ ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাতে শ্রীপুর গ্রাম থেকে আরিফকে গ্রেপ্তার করা হয় এবং তার স্বীকারোক্তি অনুযায়ী পাশ্ববর্তী গ্রাম থেকে ছিনতাইয়ে ব্যবহৃত মোটর সাইকেল দুটি উদ্ধার করা হয়।

গত রোববার মিঠাছড়া বাজারের পূবালী ব্যাংকের সামনে থেকে মিরসরাই ‍উপজেলায় একটি ফিলিং স্টেশনের মালিকসহ তিনজনকে গুলি করে তাদের কাছে থাকা টাকার প্যাকেট ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

গুলিবিদ্ধ গাংচিল ফিলিং স্টেশনের মালিক এমরান উদ্দিন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক।

এমরান তার দুই কর্মকর্তাসহ ৬০ লাখ টাকা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন।

আরিফের জবানবন্দির বরাত দিয়ে ওসি ইমতিয়াজ বলেন, “মোট পাঁচজন ছিনতাইয়ের ঘটনায় অংশ নেন। এদের মধ্যে একজন ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের টাকা নিয়ে বের হওয়ার বিষয়টি জানান ও অন্য চারজন মোটর সাইকেলে ছিলেন।

“মোটর সাইকেলে থাকা চারজন প্রাইভেট কারটি অনুসরণ করে এবং ব্যাংকের সামনে আরোহীরা গাড়ি থেকে নামার পর গুলি ছুড়ে টাকা নিয়ে পালিয়ে যায়।”

তবে তদন্তের স্বার্থে জবানবন্দিতে আসা বাকি চারজনের নাম প্রকাশ করতে রাজি হয়নি ওসি।

ওই চারজনকে ধরতে ও টাকা উদ্ধারে অভিযান চলছে বলে জানান ইমতিয়াজ।