চট্টগ্রামে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

চট্টগ্রামের সল্টগোলা ক্রসিং এলাকায় লাইনচ্যুত হয়েছে একটি তেলবাহী ট্রেনের কয়েকটি ওয়াগন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2015, 02:20 PM
Updated : 1 Sept 2015, 02:20 PM

মঙ্গলবার সন্ধ্যায় বন্দর থানার সল্টগোলা লেভেল ক্রসিংয়ে ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় বিমানবন্দর সড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

বন্দর থানার ট্রাফিক পরিদর্শক এম এ কাশেম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা সোয়া ৬টার দিকে বন্দর থেকে তেল নিয়ে ঢাকা যাওয়ার পথে তেলবাহী ট্রেনের দুটি ওয়াগন লাইনচ্যুত হয়।

“এতে উভয় দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয়দের সহায়তায় একটি ওয়াগন রেকার দিয়ে সরিয়ে নেওয়া হলে ৭টার দিকে যান চলাচল শুরু হয়।”

এদিকে সন্ধ্যার পর থেকে কর্ণফুলী ও সিইপিজেডের বিভিন্ন কারখানা ছুটির কারণে ওই সড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। সন্ধ্যায় রাস্তা বন্ধ থাকার কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় বলে জানান স্থানীয়রা।