চট্টগ্রামে ফিশিং ট্রলারসহ ৩ ‘জলদস্যু’ আটক

চট্টগ্রামের একটি মাছ ধরার নৌকাসহ তিন ‘জলদস্যুকে’ আটক করেছে উপকূল রক্ষা বাহিনী (কোস্ট গার্ড)।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2015, 01:59 PM
Updated : 1 Sept 2015, 01:59 PM

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ইলিয়াছ হোসেন (৪৮), মো. ইউনুস (৩২) ও উত্তম বিশ্বাস (৫০)। তাদের মধ্যে ইলিয়াছ পতেঙ্গার এবং অন্য দুজন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা।

মঙ্গলবার দুপুরে পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে জাল, তেল ভর্তি ড্রাম, ব্যাটারি ও নগদ টাকাসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

বাহিনীর লে. কমান্ডার দুরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে তাদের আটক  করা হয়।

“ইলিয়াছ তার নিজস্ব বাহিনীর মাধ্যমে বহির্নোঙর ও বঙ্গোপসাগর এলাকায় বিভিন্ন মাছ ধরার ট্রলারে ডাকাতি করে থাকেন।”

দুরুল হুদা বলেন, ইলিয়াছের কাছে এফবি কুতুবী মালিক শাহ নামে একটি ট্রলার আছে। সেটি দিয়ে বিভিন্ন ফিশিং ট্রলারে ডাকাতি করে থাকেন।

 “আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, গত ২৫ অগাস্ট বহির্নোঙরে এফবি আল্লাহর দান নামে একটি ফিশিং ট্রলারে ডাকাতি করে বিভিন্ন মালামাল লুট করে।”