নর্দমা থেকে শিশু উদ্ধার: কনস্টেবলকে পুরস্কার দিল সিএমপি

নর্দমায় পড়ে যাওয়া শিশুকে উদ্ধার করায় কনস্টেবল মনির হোসেনকে পুরস্কার দিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2015, 12:06 PM
Updated : 1 Sept 2015, 12:06 PM

মঙ্গলবার সিএমপি সদরদপ্তরে মনিরের হাতে পুরস্কারের টাকা তুলে দেন কমিশনার আব্দুল জলিল মণ্ডল।

সিএমপি ট্রাফিক বিভাগের বন্দর জোনে কনস্টেবল হিসেবে কর্মরত আছেন মনির।

চট্টগ্রামের বন্দর থানার নিমতলা ট্রাক টার্মিনাল সংলগ্ন সাবেরের লেইন খালপাড় এলাকায় রোববার সকালে পা পিছলে গভীর নর্দমায় পড়ে যায় সাজ্জাদ হোসেন নামে ৮ বছরের এক শিশু।

এসময় তাকে জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করে মা-বাবার হাতে তুলে দেন ওই এলাকায় দায়িত্বে থাকা কনস্টেবল মনির।

সাজ্জাদ হালিশহর মকবুলীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

দুপুরে সিএমপি সদরদপ্তরে পুরস্কার হিসেবে মনিরের হাতে ২০ হাজার টাকা তুলে দেন কমিশনার জলিল মণ্ডল।

তিনি বলেন, “নিজের জীবনের ঝুঁকি নিয়ে শিশুটিকে বাঁচানোর পাশাপাশি মনির পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।”

পুলিশ সদস্যদের মধ্যে এ ধরনের মানসিকতা জাগিয়ে তোলারও আহবান জানান কমিশনার।