কক্সবাজারে যাত্রীবাহী স্পিডবোট ডুবে শিশু নিখোঁজ

কক্সবাজারে বাঁকখালী নদীতে যাত্রীবাহী স্পিডবোট ডুবে এক শিশু নিখোঁজ হয়েছে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2015, 03:22 PM
Updated : 31 August 2015, 03:22 PM

সোমবার সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার-মহেশখালী নৌ-রুটে বাঁকখালী নদীর মোহনায় এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের অপারেশন অফিসার আব্দুল মজিদ।

নিখোঁজ শিশুর নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেন নি তিনি।

আব্দুল মজিদ বলেন, কক্সবাজার থেকে ১১ জন যাত্রী নিয়ে স্পিডবোটটি মহেশখালী যাচ্ছিল। বাঁকখালী নদীর মোহনা অতিক্রম করার সময় স্পিডবোটটি উল্টে যায়। এ সময় স্থানীয় জেলে ও অন্য বোট যাত্রীদের উদ্ধার করলেও ৩/৪ বছর বয়সী ওই শিশু নিখোঁজ হয়।

কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস কর্মীরা শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি।

উদ্ধারদের মধ্যে পাঁচজনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।