জলাবন্ধতা নিরসনে পানিসম্পদমন্ত্রীকে চট্টগ্রাম চেম্বারের চিঠি

দেশের বড় পাইকারি পণ্যের বাজার চাক্তাই-খাতুনগঞ্জসহ নগরীর বক্সির হাট, বাকলিয়া এলাকায় জলাবদ্ধতা নিরসনে জরুরি পদক্ষেপ নিতে পানিসম্পদমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে চট্টগ্রাম চেম্বার।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2015, 02:30 PM
Updated : 31 August 2015, 02:30 PM

সোমবার চেম্বার সভাপতি মাহবুবুল আলম পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন।

সোমবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে চট্টগ্রাম চেম্বার।

ওই চিঠিতে জানানো হয়, বৃষ্টির ব্যাপকতা ও জোয়ারের কারণে এ বছর উল্লেখিত এলাকাগুলো নিয়মিতই কোমর পানিতে প্লাবিত হচ্ছে।

“কর্ণফুলী নদী সংলগ্ন বাণিজ্যিক এলাকা পানিতে তলিয়ে যাওয়ার কারণে বহু ব্যবসায়ী তাদের বাণিজ্যিক প্রতিষ্ঠানে যাতায়াত করতে পারছেন না এবং ওই এলাকার দৈনন্দিন ব্যবসা-বাণিজ্যের পরিমাণ বর্তমানে প্রায় শূন্যের কোটায় গিয়ে ঠেকেছে।”

(ফাইল ছবি)

অতি বৃষ্টির কারণে এই বিস্তীর্ণ বাণিজ্যিক এলাকা বর্তমানে একটি পরিত্যক্ত এলাকায় পরিণত হওয়ার দ্বারপ্রান্তে রয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
চেম্বার বলছে, এর প্রবার দেশের অর্থনীতি ও রাজস্ব আদায়ের ক্ষেত্রেও বিরূপ প্রভাব ফেলবে।

পানি সম্পদমন্ত্রীকে দেশের বৃহত্তম বাণিজ্যিক এলাকা পরিদর্শন করে জোয়ারের পানি রোধ এবং জলাবদ্ধতা নিরসনে স্লুইচ গেট নির্মাণ, চাক্তাই খাল খননসহ কার্যকর ভূমিকা রাখার অনুরোধ জানানো হয় ওই চিঠিতে।