শাবিতে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদ চবি শিক্ষকদের

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2015, 12:22 PM
Updated : 31 August 2015, 12:22 PM

সোমবার শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল মনছুর এবং সাধারণ সম্পাদক ড. কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী এক যুক্ত বিবৃতিতে এ নিন্দা জানান।

বিবৃতিতে বলা হয়, “এ ধরনের হামলা গোটা শিক্ষক সমাজের জন্য অবমাননাকর, অগ্রহণযোগ্য ও শিক্ষার পরিবেশ এর জন্য চরম হুমকিস্বরূপ।”

ছাত্র নামধারী ‘দুষ্কৃতকারীদের’ এরকম হামলার প্রভাব অন্যান্য বিশ্ববিদ্যালয়েও পড়তে পারে আশঙ্কা প্রকাশ করেন শিক্ষক নেতারা।

বিবৃতিতে ওই হামলার সুষ্ঠু তদন্ত করে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে আহ্বান জানানো হয়।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে শিক্ষকদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের পরামর্শও দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতারা।

“শিক্ষকদের সমস্যায় ছাত্রদের সম্পৃক্ত না করাই উচিত। শিক্ষক সংশ্লিষ্ট বিষয়ে ছাত্রদের ব্যবহার শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক ও সমাজে শিক্ষকদের ভাবমূর্তির জন্য অত্যন্ত ক্ষতিকর এবং ক্ষমতাসীন মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকারের জন্য চরম বিব্রতকর।”