নর্দমায় পড়া শিশুকে বাঁচালেন পুলিশ কনস্টেবল

পুলিশের আচরণ নিয়ে যখন সমালোচনাই বেশি, তখন চট্টগ্রামে নর্দমায় পড়ে যাওয়া আট বছরের এক শিশুকে প্রাণে বাঁচিয়েছেন এক কনস্টেবল।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2015, 03:57 PM
Updated : 30 August 2015, 04:36 PM

রোববার সকালে চট্টগ্রামের বন্দর থানার নিমতলা ট্রাক টার্মিনাল সংলগ্ন সাবেরের লেইন খালপাড় এলাকায় ওই শিশুটিকে বাঁচাতে গিয়ে ট্রাফিক কনস্টেবল মনির হোসেন নিজের জীবনকে ঝুঁকিতে ঠেলে দিয়েছিলেন বলে তার সহকর্মীরা জানিয়েছেন।

উদ্ধার শিশু সাজ্জাদ হোসেন খালপাড় এলাকার বাসিন্দা শাহাদাত হোসেনের ছেলে। শিশুটি হালিশহর মকবুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

ওই এলাকায় কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট আনোয়ারুল হক মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল থেকেই গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল ছিল। সাড়ে ৯টার দিকে খালপাড় ধরে স্কুলে যাওয়ার পথে সাজ্জাদ পিছলে বড় নালায় পড়ে যায়।

এসময় রাস্তার পাশের উৎসুক লোকজন দাঁড়িয়ে দেখলেও কেউ শিশুটিকে বাঁচাতে এগিয়ে যায়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

নর্দমার পাড়ে জটলা দেখে ওই এলাকার দায়িত্বে থাকা বন্দর জোনের ট্রাফিক কনস্টেবল মনির এগিয়ে যান বলে জানান সার্জেন্ট আনোয়ার।

“ওই নালায় হাত নেড়ে একজনের বাঁচার আকুতি দেখে মনির জীবনের ঝুঁকি নিয়ে নালায় লাফিয়ে পড়ে তাকে উদ্ধার করে।”

বন্দর থানার ট্রাফিক পরিদর্শক (টিআই, পোর্ট) এমএ কাশেম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিশুটিকে উদ্ধার করতে নেমে মনিরও মাথায় আঘাত পেয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক, অর্থ ও প্রশাসন) একেএম শহিদুর রহমান বলেন, “নিঃসন্দেহে একটি ভালো কাজ। তাকে পুলিশের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।”