চট্টগ্রামে দুর্ঘটনায় তিন জনের মৃত্যু

চট্টগ্রাম নগরীতে শনিবার রাতে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2015, 05:28 PM
Updated : 29 August 2015, 05:28 PM

রাত সোয়া ৮টার দিকে শাহ আমানত সেতু এলাকায় বাস ও ট্রাকের ধাক্কায় দুজন এবং ঘণ্টাখানেক পরে সদরঘাট থানার মাঝিরঘাট এলাকায় কাভার্ড ভ্যানচাপায় একজন নিহত হয়েছেন।

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চিনি বোঝাই একটি ট্রাক শাহ আমানত সেতু থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়ানো বিআরটিসির একটি বাসকে ধাক্কা দেয়।

এসময় বাস-ট্রাক দুটি একসাথে একটি মটরসাইকেলকে চাপা দিয়ে পুলিশ বক্সের উপরে উঠে যায়। এতে ঘটনাস্থলে একজন নিহত ও তিনজন আহত হন।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া জানান।

নিহতদের মধ্যে মো. ইলিয়াছ (৩০) নামে একজনের নাম জানা গেছে।

দুর্ঘটনার পর বাস-ট্রাক দুটিকে আটক করা হলেও চালক ও সহকারীরা পালিয়ে গেছে বলে ওসি মহসিন জানিয়েছেন।

এদিকে রাত সোয়া ৯টার দিকে নগরীর মাঝিরঘাটে কভার্ডভ্যান চাপায় এক যুবক নিহত হয়েছে।

নিহত সাহেদ মল্লিক (২৬) ‘ফোর এইচ গ্রুপ’ নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সদরঘাট থানার এসআই আব্দুল্লাহ আল হারুন জানান, মাঝিরঘাট মিতালী হোটেল এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি কভার্ডভ্যান সাহেদকে চাপা দিয়ে দ্রুত চলে যায়।

স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।