চট্টগ্রামে বিএনপির কর্মসূচিতে পুলিশের বাধা

গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন করতে গিয়ে পুলিশর বাধা পেয়েছেন বিএনপি নেতা-কর্মীরা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2015, 08:07 AM
Updated : 29 August 2015, 01:26 PM

শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব এলাকায় মহানগর বিএনপির ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি শুরু হয়। এতে নেতৃত্ব দিচ্ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন।

গ্যাস, বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে সরকারের সমালোচনা করে শাহাদাত বক্তব্য দেওয়ার সময় কয়েকজন পুলিশ সদস্য গিয়ে মানববন্ধনের ব্যানার কেড়ে নেওয়ার চেষ্টা চালাতে দেখা যায়। তখন বিএনপিকর্মীরা সরে পড়ে।

কোতোয়ালি থানার ওসি জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর বলেন, “কিছু বিএনপি নেতা-কর্মী পূর্ব ঘোষণা ছাড়া প্রেস ক্লাব এলাকায় মানববন্ধন করে। এসময় পুলিশ গিয়ে তাদের অনুমতি আছে কি না, জানতে চাইলে তারা সেখান থেকে চলে যায়।”

এই বিষয়ে বিএনপির কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

গত বৃহস্পতিবার সরকার গ্যাসের দাম ২৬ শতাংশ এবং বিদ্যুতের দাম প্রায় ৩ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয়। আগামী সেপ্টেম্বর থেকে বর্ধিত মূল্য কার্যকর হবে।

বিএনপি এই দাম বাড়ানোর বিরোধিতা করে আসছে।