চট্টগ্রামে ‘লাইফস্টাইল প্রোপার্টি শো’ ৩ সেপ্টেম্বর

চট্টগ্রামের একটি বেসরকারি আবাসন নির্মাতা প্রতিষ্ঠানের আয়োজনে শুরু হচ্ছে ‘লাইফস্টাইল প্রপার্টি শো’।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2015, 01:36 PM
Updated : 27 August 2015, 01:36 PM

আগামী ৩ থেকে ৫ সেপ্টেম্বর বন্দর নগরীর ‘হল ২৪’ এ অনুষ্ঠিত হবে এই শো।  

বৃহস্পতিবার চট্টগ্রাম ক্লাবে সংবাদ সম্মেলনে ‘লাইফস্টাইল প্রপার্টি শো’র বিভিন্ন দিক তুলে ধরেন আয়োজক প্রতিষ্ঠান ‘ইকুইটি প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেডের’ ব্যবস্থাপনা পরিচালক কাজী আইনুল হক।  

তিনি বলেন, “শোতে অ্যাপার্টমেন্ট কেনা, ব্যাংক লোন নেওয়ার প্রক্রিয়া ইত্যাদি বিষয়ে ক্রেতারা জানতে পারবেন। পাশাপাশি ফ্লাটের সাজসজ্জার বিষয় নিয়েও কথা বলতে পারবেন তারা।”

প্রদর্শনীতে ফ্ল্যাট কেনা ও লোন নেওয়ার বিষয়ে চারটি সেমিনার অনুষ্ঠিত হবে বলেও জানান আইনুল।

আইনুল হক বলেন, গত তিন বছর আবাসন শিল্পের দূরাবস্থা চলছে। কিছু কারণে ফ্ল্যাটের দাম বেড়ে গেছে।

চট্টগ্রামে বিক্রির জন্য অনেক তৈরি ফ্ল্যাট আছে জানিয়ে তিনি বলেন, ‘মার্কেট কারেকশনের’ কারণে ফ্ল্যাটের দাম ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত কমে গেছে।

লাইফ শোতে এএনজেড প্রপার্টিজ, ইকুইটি, ফিনলে, জুমাইরা হোল্ডিংস, এমডিসি, র‌্যাংকস এফ সি, তিলোত্তমা বাংলা গ্রুপ ছাড়াও দুইটি অর্থিক প্রতিষ্ঠান অংশ নেবে।

৩ সেপ্টেম্বর বিকালে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ শোর উদ্বোধন করবেন বলে জানানো হয়।

সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত এই শো সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।