চট্টগ্রামে দুই ফার্মেসিকে জরিমানা, দুটি সিলগালা

চট্টগ্রামে অনুমোদন ও লাইসেন্স ছাড়া এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দুটি ফার্মেসিকে জরিমানা এবং অন্য দুটি সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2015, 01:09 PM
Updated : 27 August 2015, 01:16 PM

বৃহস্পতিবার নগরীর রিয়াজউদ্দিন বাজার, সদরঘাট, নতুন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের এ দণ্ড দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।

রিয়াজউদ্দিন বাজারের আশা এন্টারপ্রাইজ এবং সদরঘাটের ভানু স্টোরকে ১০ হাজার টাকা করে জরিমানা এবং নতুন ব্রিজ এলাকার খাজা স্টোর ও শাহ আমানত মেডিকেল স্টোর সিলগালা করে ভ্রাম্যমাণ আদালত।

ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বিডিনিউজ টোয়েস্টিফোর ডটকমকে বলেন, “অনুমোদন ও লাইসেন্স ছাড়া এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ড্রাগ অ্যাক্ট ১৯৪০ এর ১৮ সি ধারা অনুসারে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা এবং অপর দুটিকে সিলগালা করা হয়েছে।”