চেক জালিয়াতিতে টিঅ্যান্ডটি’র দুই কর্মীর দণ্ড

দুই যুগ আগে চেক জালিয়াতি করে অর্থ আত্মসাতের দায়ে টিঅ্যান্ডটির সাবেক এক কর্মকর্তা ও এক কর্মচারীকে পাঁচ বছর কারাদণ্ড ও ৩২ লাখ টাকা করে জরিমানা করেছে চট্টগ্রামের একটি আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2015, 12:35 PM
Updated : 26 August 2015, 12:35 PM

বুধবার চট্টগ্রামের বিভাগীয় স্পেশাল জজ মীর রুহুল আমিন এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত কামরুল হাসান টিঅ্যান্ডটির বিভাগীয় প্রকৌশলী এবং মো. হোসেন টিঅ্যান্ডটি চট্টগ্রামের আগ্রাবাদ কার্যালয়ের উচ্চমান সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

তাদের বিরুদ্ধে ১৯৯৩ সালের ১০ মে থেকে ৯ অগাস্ট পর্যন্ত বিভিন্ন চেক জালিয়াতি করে বাংলাদেশ ব্যাংক থেকে ৬৪ লাখ টাকা উঠিয়ে আত্মসাতের প্রমাণ মিলেছে বলে দুদকের আইনজীবী মাহমুদুল হক জানিয়েছেন।

১৯৯৯ সালের ৩০ অক্টোবর দুজনের বিরুদ্ধে এই মামলা করেন তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর (বর্তমানে দুর্নীতি দমন কমিশন) পরিদর্শক এ কে এম নুরুল হুদা।

মামলার ১৩ বছর পর ২০১২ সালের ২৬ জুন দুদকের উপ-সহকারী পরিচালক হুমায়ুন কবির আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন এবং পরের বছরের ৩০ মে আদালত অভিযোগ গঠন করে।

রাষ্ট্রপক্ষের ২২ জন সাক্ষীর মধ্যে সাত জনের সাক্ষ্য শেষে বুধবার আদালত এই রায় দেয় বলে আইনজীবী মাহমুদুল হক জানান।