সাকিবের ‌‘দ্রুততম’ ডাবল

ওয়ানডেতে ২০০ উইকেট ছুঁয়ে একই সঙ্গে আরেকটি মাইলফলকে পৌঁছেছেন সাকিব আল হাসান। ওয়ানডেতে ৪ হাজার রান ও ২০০ উইকেটের ডাবল! ওয়ানডে ইতিহাসে সবচেয়ে কম ম্যাচ খেলে এই ক্লাবের সদস্য হলেন সাকিব!

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2015, 11:10 AM
Updated : 15 July 2015, 10:44 PM

সাকিবের আগে ওয়ানডেতে ৪ হাজার রান ও ২০০ উইকেটের ডাবল ছিল মাত্র ৬ জন ক্রিকেটারের। তবে সবচেয়ে কম ১৫৬ ম্যাচ খেলে অভিজাত এই ক্লাবে পৌঁছে সাকিব ছাড়িয়ে গেলেন সবাইকে।

৪ হাজার রান হয়ে গিয়েছিল সাকিবের বেশ আগেই। অপেক্ষা ছিল কেবল ২০০ উইকেট ছোঁয়ার। বুধবারের ম্যাচের আগে সবশেষ ৪ ম্যাচে নিতে পেরেছিলেন মোটে একটি উইকেট। এই ম্যাচ শুরু করেছিলেন ১৯৮ উইকেট নিয়ে। প্রথম স্পেলেই ফাফ দু প্লেসি ও হাশিম আমলাকে আউট করে কাঙ্খিত সেই মাইলফলক ছুঁলেন সাকিব।

ব্যাট-বলে সমান তালে পারফরম্যান্স দেখিয়ে টেস্ট-ওয়ানডে দুটিতেই বেশ কটি ডাবল এর মধ্যেই হয়ে গেছে সাকিবের। অর্জনের সেই সমৃদ্ধ ঝুলিতে এবার জমা হলো ৪ হাজার রান ও ২০০ উইকেটের অভিজাত ডাবলও। বাংলাদেশের ক্রিকেটকেও এনে দিলেন আরেকটি গর্ব করার মত অর্জন।

দ্রুততম ডাবল:

 

ম্যাচ

যে বয়সে অর্জন

প্রতিপক্ষ

ভেন্যু

সাল

সাকিব আল হাসান (বাংলাদেশ)

১৫৬

২৮

দক্ষিণ আফ্রিকা

চট্টগ্রাম

২০১৫

আব্দুল রাজ্জাক (পাকিস্তান)

২০৪

২৬

ভারত

লাহোর

২০০৬

ক্রিস কেয়ার্নস (নিউ জিল্যান্ড)

২১৩

৩৫

শ্রীলঙ্কা

ক্রাইস্টচার্চ

২০০৬

জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা)

২২১

৩০

নিউ জিল্যান্ড

ব্লুমফন্টেইন

২০০৫

সনাৎ জয়াসুরিয়া (শ্রীলঙ্কা)

২৩৫

৩১

পাকিস্তান

শারজা

২০০১

শহীদ আফ্রিদি (পাকিস্তান)

২৩৮

২৭

জিম্বাবুয়ে

কিংস্টন

২০০৭

ক্রিস হ্যারিস (নিউ জিল্যান্ড)

২৪৪

৩৪

ওয়েস্ট ইন্ডিজ

লর্ডস

২০০৪

ওয়ানডেতে ৪ হাজার রান ও ২০০ উইকেট:

নাম

ম্যাচ

রান

সর্বোচ্চ

১০০

উইকেট

সেরা

৫ উইকেট

সনাৎ জয়াসুরিয়া

৪৪৫

১৩৪৩০

১৮৯

২৮

৩২৩

৬/২৯

জ্যাক ক্যালিস

৩২৮

১১৫৭৯

১৩৯

১৭

২৭৩

৫/৩০

শহীদ আফ্রিদি

৩৯৮

৮০৬৪

১২৪

৩৯৫

৭/১২

আব্দুল রাজ্জাক

২৬৫

৫০৮০

১১২

২৬৯

৬/৩৫

ক্রিস কেয়ার্নস

২১৫

৪৯৫০

১১৫

২০১

৫/৪২

সাকিব আল হাসান

১৫৬

৪৩৮২

১৩৪

২০১

৪/১৬

ক্রিস হ্যারিস

২৫০

৪৩৭৯

১৩০

২০৩

৫/৪২