ব্যাটসম্যানদের দুষলেন অধিনায়ক

টানা দুই ম্যাচ হেরে টি-টোয়েন্টি সিরিজ খোয়ানোয় ব্যাটসম্যানদের ব্যর্থতাকে বড় করে দেখছেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ অধিনায়ক মনে করেন, জুটি গড়তে না পারায় দ্বিতীয় ম্যাচেও হারতে হয়েছে তাদের। 

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2015, 01:23 PM
Updated : 7 July 2015, 03:44 PM

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার কাছে ৩১ রানে হারে বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি জানান, শট নির্বাচনে ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন সতীর্থ ব্যাটসম্যানরা।  
 
“ব্যাটিংয়ে আমরা যেভাবে শুরু করতে চেয়েছি, ঠিক সেভাবেই শুরু হয়েছিল। কিন্তু আবারও আমরা জুটি করতে ব্যর্থ হয়েছি। আমার মনে হয়েছে শট খেলার ব্যাপারে আমাদের দ্বিধা ছিল।” 
 
তামিম ইকবালের সঙ্গে ৪৬ রানের জুটিতে বাংলাদেশকে ভালো সূচনা এনে দেন সৌম্য সরকার। এই জুটির প্রশংসা করেন মাশরাফি। কিন্তু অন্যদের ভুল সিদ্ধান্তে হার এড়াতে পারেনি স্বাগতিকরা। 
 
“আমরা শট নির্বাচনের সিদ্ধান্ত নিতে ভুল করেছি। এই কারণে আমাদের একটু বেশি ভুগতে হয়েছে।”
 
“আরও একটু বেশি সময় নিয়ে ব্যাটিং করলে, শেষ ৫ ওভারে ৬০ রান প্রয়োজন থাকলেও চেষ্টা করা যেত। সেখানে উইকেট বেশি পড়ে যাওয়াতে সমস্যা হয়েছে,” যোগ করেন বাংলাদেশের অধিনায়ক।