সমালোচনাকে স্বাগত জানালেন মাশরাফি

দেশের মাটিতে সীমিত ওভারের ক্রিকেটে টানা জয়ের ধারায় ছেদ পড়েছে। সরব হতে শুরু করেছে সমালোচকদের কণ্ঠও। তবে সমালোচনায় সমস্যা নেই মাশরাফি বিন মুর্তজার। বাংলাদেশ অধিনায়ক বরং জবাব দিতে চান পারফরম্যান্স দিয়েই।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2015, 12:40 PM
Updated : 7 July 2015, 03:45 PM

বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল খেলা বাংলাদেশ পরে দেশের মাটিতে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছিল পাকিস্তানকে, হারিয়েছিল টি-টোয়েন্টি সিরিজে। ভারতের বিপক্ষে ওয়ানডে লড়াইয়েও প্রথম দুই ম্যাচেই জিতে নিয়েছিল সিরিজ। কিন্তু হেরেছিল তৃতীয় ওয়ানডেতে। এবার হারল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচেই।

ভক্ত আর সমর্থকদের মানসিক অবস্থাটা বুঝতে পারছেন মাশরাফি। মঙ্গলবার টি-টোয়েন্টি সিরিজ শেষে সংবাদ সম্মেলনে শোনালেন জয়ে ফেরার প্রত্যয়।

“পুরো জাতিই হয়তো অনুভব করছে যে আমরা ভালো খেলতে পারিনি। ভালো না খেললে সমালোচনা হবে, সেটিই স্বাভাবিক। মাঠের পারফরম্যান্সেই আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে। দলের সবার কাছে এটিই আমার চাওয়া। আশা করি, স্বাভাবিক খেলা দিয়েই আমরা আবার ফিরে আসতে পারব।”