মেহেদীর নৈপুণ্যে দ. আফ্রিকায় বাংলাদেশের তরুণদের জয় 

দক্ষিণ আফ্রিকা সফরে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশের তরুণরা। স্বাগতিকদের অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ২৯ রানে জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2015, 12:35 PM
Updated : 7 July 2015, 04:35 PM

এই জয়ে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গত আসরের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাত ম্যাচের ইয়ুথ ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশের ছেলেরা।
 
ডারবানে মঙ্গলবার বৃষ্টির কারণে দেরিতে খেলা শুরু হওয়ায় ৩০ ওভারে নেমে আসা ম্যাচে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৫৭ রান করে বাংলাদেশ। জবাবে ৯ উইকেটে ১২৮ রান তুলতে পারে দক্ষিণ আফ্রিকা।
 
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল বাংলাদেশ। তবে পাঁচ নম্বরে নামা মেহেদী হাসান মিরাজের অর্ধশতকে লড়াই করার মতো পুঁজি গড়ে তারা। 
 

পঞ্চম উইকেটে জাকির হাসানের সঙ্গে ৮.৩ ওভারে ৬০ রান করেন মিরাজ। আউট হওয়ার আগে ৫৭ রান করেন তিনি। তার ৫০ বলের ইনিংসটি ৮টি চারে সাজানো।
৩৩ রান করে অপরাজিত থাকেন জাকির। এছাড়া সাইফ হাসান করেন ২৯ রান।
দক্ষিণ আফ্রিকার দাইয়ান গ্যালিয়েম ২৮ রানে ২ উইকেট নেন।  
জবাবে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের শুরু থেকেই চাপে ফেলে বাংলাদেশের বোলাররা। তৃতীয় ওভারের দ্বিতীয় বলে লিয়াম স্মিথকে এলবিডব্লিউ করেন রিফাত প্রধান। 
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় আর জয়ের সম্ভাবনা জাগাতে পারেনি স্বাগতিকরা। তাদের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন আকিল এব্রাহিম।  
ব্যাট হাতে ভালো করার পর বল হাতেও দলের জয়ে দারুণ অবদান রাখেন মিরাজ। ৩টি উইকেট নেন ম্যাচ সেরার পুরস্কার জেতা এই অলরাউন্ডার। মোসাব্বেক হোসেনও ৩টি উইকেট পান।
আগামী শুক্রবার হবে সিরিজের তৃতীয় ওয়ানডে।