টেস্ট র‌্যাঙ্কিংয়ের তিনে উঠল পাকিস্তান

সিরিজের তৃতীয় টেস্টে শ্রীলঙ্কাকে হারানোর পুরস্কার সঙ্গে সঙ্গেই পেয়েছে পাকিস্তান। তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে উঠে গেছে মিসবাহ-উল হকের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2015, 10:50 AM
Updated : 7 July 2015, 07:00 PM

সবশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ উন্নতি হয়েছে পাকিস্তানের। চার পয়েন্ট বেড়ে তাদের বর্তমান রেটিং পয়েন্ট ১০১। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার চেয়ে অবশ্য এখনও ১০ পয়েন্টে পিছিয়ে আছে তারা।

১৩০ পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আছে দক্ষিণ আফ্রিকা।

পাকিস্তানের কাছে মঙ্গলবার পাল্লেকেলে টেস্টের শেষ দিনে ৭ উইকেটে হেরে যাওয়া শ্রীলঙ্কা র‌্যাঙ্কিংয়ে আগের সেই সপ্তম স্থানে থাকলেও রেটিং পয়েন্ট খুঁইয়েছে। চার কমে তাদের রেটিং পয়েন্ট এখন ৯২।

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিং :

অবস্থান

দেশ

পয়েন্ট

দক্ষিণ আফ্রিকা

১৩০

অস্ট্রেলিয়া

১১১

পাকিস্তান

১০১

নিউ জিল্যান্ড

৯৯

ভারত

৯৭

ইংল্যান্ড

৯৭

শ্রীলঙ্কা

৯২

ওয়েস্ট ইন্ডিজ

৮১

বাংলাদেশ

৪১

১০

জিম্বাবুয়ে