পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে নেই হেরাথ-কৌশল 

পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে থাকা রঙ্গনা হেরাথ ও থারিন্দু কৌশলকে বাদ দিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2015, 08:35 AM
Updated : 7 July 2015, 08:35 AM

পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই টেস্টে মাত্র দুই উইকেট নেওয়া হেরাথ পাল্লেকেলের সিরিজ নির্ধারণী টেস্টে জায়গা হারান। 
 
কৌশল অবশ্য ভালোই করেন, কলম্বো টেস্টে ৫ উইকেট নিয়ে ম্যাচটি জিতে সিরিজে সমতা ফেরাতে দারুণ অবদান রাখেন। পাল্লেকেলের টেস্টেও দলে আছেন তিনি। কিন্তু ওয়ানডে সিরিজের জন্য নির্বাচকদের আস্থা ধরে রাখতে পারেননি তিনি।
 
মঙ্গলবার ঘোষিত ১৫ সদস্যের দলে ডাক পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের দুই নতুন মুখ অলরাউন্ডার মিলিন্দা সিরিবর্ধনে ও সাচিথ পাথিরানা। 
 
অ্যাঞ্জেলো ম্যাথিউসের নেতৃত্বে এই দল আগামী শনিবার প্রথম ওয়ানডেতে মাঠে নামবে। পাকিস্তানের বিপক্ষে সিরিজের বাকি চারটি ম্যাচ হবে যথাক্রমে ১৫, ১৯, ২২ ও ২৬ জুলাই। 
 
ওয়ানডের শ্রীলঙ্কা দল: অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), তিলকরত্নে দিলশান, কুশাল পেরেরা, উপুল থারাঙ্গা, লাহিরু থিরিমান্নে, দিনেশ চান্দিমাল, মিলিন্দা সিরিবর্ধনে, আশান প্রিয়াঞ্জন, নুয়ান প্রদিপ, ধিসারা পেরেরা, সুরঙ্গ লাকমাল, লাসিথ মালিঙ্গা, সাচিত্রা সেনানায়েকে, সেকুগে প্রসন্ন, সাচিথ পাথিরানা।