জোড়া শতকে জয়ের সুবাস পাকিস্তান দলে

জিততে হলে নিজেদের টেস্ট ইতিহাসে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়তে হবে পাকিস্তানকে। ইউনুস খান ও শান মাসুদের জোড়া শতকে শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলে টেস্টের চতুর্থ দিনে জয়ের সুবাস পাচ্ছে সফরকারীরা। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 July 2015, 01:07 PM
Updated : 6 July 2015, 01:07 PM

৩৭৭ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ২ উইকেটে ২৩০ রান তুলে চতুর্থ দিনের খেলা শেষ করেছে পাকিস্তান। ১১৪ রান নিয়ে উইকেটে আছেন মাসুদ; তার সঙ্গী ইউনুসের রান ১০১। 
 
পঞ্চম ও শেষ দিনে জিততে হলে পাকিস্তানকে আর ১৪৭ রান করতে হবে। তাদের হাতে আছে ৮ উইকেট। 
 
এর আগে চতুর্থ ইনিংসে পাকিস্তানের সর্বোচ্চ রানের ইনিংসটি ৩ উইকেটে ৩৪৩ রানের। ২০১০ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ম্যাচটি ড্র করেছিল তারা। 
 
সোমবার লক্ষ্য তাড়া করতে নেমে ১৩ রানের মধ্যে আহমেদ শেহজাদ ও আজহার আলিকে হারিয়ে বিপদে পড়ে পাকিস্তান। ২১ ইনিংসের টেস্ট ক্যারিয়ারে এই প্রথম কোনো রান করার আগে আউট হন শেহজাদ। আর আজহার ফিরে যান ৫ রান করে। 
 
এরপর উদ্বোধনী ব্যাটসম্যান মাসুদের সঙ্গে জুটি বাধেন ইউনুস। ৫৬ ওভার ব্যাটিং করে ২১৭ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন আছেন তারা দুজন। 
 
মাসুদ তার ক্যারিয়ারে প্রথম টেস্ট শতক পান। আর ইউনুস তুলে নেন ক্যারিয়ারের ৩০তম টেস্ট শতক। 
 
১৯৮ বলে ১১৪ রান করার পথে ১১টি চার ও একটি ছয় মারেন মাসুদ। ইউনুস তার ১০১ রান করতে খেলেন ১৬৬ বল, ৯টি চার মারেন তিনি।
 
শ্রীলঙ্কার পক্ষে একটি করে উইকেট নেন ধাম্মিকা প্রসাদ ও সুরঙ্গা লাকমাল। 
 
এর আগে তৃতীয় দিনে করা ৫ উইকেটে ২২৮ রান নিয়ে খেলতে নেমে ৩১৩ রান করে দ্বিতীয় ইনিংসে অলআউট হয় শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ ১২২ রান করেন টেস্ট ক্যারিয়ারের পঞ্চম শতক পাওয়া অ্যাঞ্জেলো ম্যাথিউস। শ্রীলঙ্কার অধিনায়ক তার ২৫২ বলের ইনিংসটি সাজান ১২টি চার ও একটি ছয়ে। শ্রীলঙ্কার পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৬৭ রান করেন দিনেশ চান্দিমাল। 
 
পাকিস্তানের পক্ষে ৫৮ রান দিয়ে ৫ উইকেট নেন তরুণ পেসার ইমরান খান। দুটি করে উইকেট পান রাহাত আলি ও ইয়াসির শাহ। 
 প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ২৭৮ রানের জবাবে ২১৫ রান করে অলআউট হয়েছিল পাকিস্তান। 
 
তিন টেস্টের সিরিজের প্রথম ম্যাচটি পাকিস্তান জেতে। আর দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা আনে স্বাগতিক শ্রীলঙ্কা।