তবুও বাংলাদেশকে সমীহ দক্ষিণ আফ্রিকার

প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। তবে বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্ট জানালেন, অনায়াস জয়ের পরও বাংলাদেশকে হালকা করে নিচ্ছে না দক্ষিণ আফ্রিকা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 July 2015, 11:04 AM
Updated : 6 July 2015, 11:04 AM

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের বিব্রতকর রেকর্ডের ঝুলিতে রোববার যোগ হয়েছে আরেকটি ম্যাচ। নিজ দেশের মাটিতেই প্রোটিয়া পেস-স্পিন সামলাতে হিমশিম খেয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। মাত্র ৯৬ রানে গুটিয়ে হেরেছে ৫২ রানে।

সোমবার দুই দলেরই ছিল ঐচ্ছিক অনুশীলন। বাংলাদেশের অনুশীলনে এসেছিলেন মুশফিকুর রহিম; ঐচ্ছিক অনুশীলনও বাদ দেন না তিনি। সঙ্গে এসেছিলেন সাব্বির রহমান ও লেগ স্পিনার জুবায়ের হোসেন। দক্ষিণ আফ্রিকার অনুশীলনে এসেছিলেন পেস বোলিং অলরাউন্ডার ডেভিড ভিজে, প্রথম ম্যাচে বাইরে থাকা তিন ক্রিকেটার লেগ স্পিনার এডি লি, দুই পেসার ক্রিস মরিস ও বিউরান হেনড্রিকস।

শের-ই-বাংলায় অনুশীলনের আগে প্রোটিয়া বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্ট জানালেন, বাংলাদেশের সামর্থ্য জানেন বলেই সতর্ক তারা।

“এটা আন্তর্জাতিক ম্যাচ, সহজ বলে কিছু নেই। আমরা অবশ্যই ধারণা করছি, বাংলাদেশ প্রবলভাবে ঘুরে দাঁড়াতে চাইবে। সাম্প্রতিক সময়ে ওরা ভালো ক্রিকেট খেলছে। ওদেরও দারুণ সব স্কিলফুল বোলার আছে। আমার ধারণা, ভালো একটি ম্যাচ হবে মঙ্গলবার।”