ভারত দল থেকে ছিটকে গেলেন কর্ণ শর্মা

চোটের কারণে শেষ মুহূর্তে জিম্বাবুয়ে সফর থেকে ছিটকে পড়েছেন কর্ণ শর্মা। ভারতের এই লেগ স্পিনারের বাঁ হাতের আঙুলে চিড় ধরেছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 July 2015, 09:56 AM
Updated : 6 July 2015, 09:56 AM

ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই সোমবার জানায়, জিম্বাবুয়ে সফরের জন্য শর্মার বদলে নতুন কাউকে ডাকবে না তারা। ফলে ১৪ জনের দল নিয়ে আগামী মঙ্গলবার জিম্বাবুয়ে রওনা দেবে ভারত।

গত বছর নভেম্বরে ভারতের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন কর্ণ। শ্রীলঙ্কার বিপক্ষে খেলা সিরিজের চতুর্থ ও পঞ্চম ওয়ানডেতে মোট ১৯ ওভার বোলিং করে ১২৫ রানে উইকেটশূন্য থাকেন তিনি।

কর্ণ ছিটকে যাওয়ায় বোলিং বিভাগের স্পিন আক্রমণের জন্য হরভজন সিং ও অক্ষর প্যাটেলের ওপর ভারতের নির্ভরতা আরও বাড়ল।

এবারের সফরে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি ওয়ানডের ও দুইটি টি-টোয়েন্টির সিরিজ খেলবে ভারত। ১০ জুলাই হবে প্রথম ওয়ানডে।