সতীর্থদের মাশরাফির উপভোগের পরামর্শ

দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম টি-টোয়েন্টিতে হারে সতীর্থদের মতো হতাশ মাশরাফি বিন মুর্তজাও। তবে এই হতাশা পেছনে ফেলে সতীর্থদের পরের টি-টোয়েন্টি উপভোগ করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশের অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2015, 01:30 PM
Updated : 5 July 2015, 01:30 PM

রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার ৪ উইকেটে গড়া ১৪৮ রানের জবাবে ৯৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। মাশরাফি মনে করেন, ৫২ রানের এই হারে তাদের আত্মবিশ্বাস নিচে নামবে না।
 
“যে যাই ভাবুক, এতে (৫২ রানের হারে) আত্মবিশ্বাসে কোনো প্রভাব পড়ার কথা না। এই ফরম্যাটে আমরা এখনও ওই পর্যায়ের দল হইনি। আমি (সতীর্থদের) পরের ম্যাচ আরও উপভোগ করতে বলব। অবশ্যই আমরা এখান থেকে বের হয়ে আসতে পারব।” 
 
মাশরাফি জানান, টি-টোয়েন্টিতে চাপে পড়লে কিভাবে দ্রুত বের হয়ে আসা যায় তা নিয়ে এখনও অনেক কাজ করতে হবে বাংলাদেশকে। একই রকম পরিস্থিতিতে পড়া দক্ষিণ আফ্রিকা ফাফ দু প্লেসির দৃঢ়তাভরা ব্যাটিংয়ে লড়াইয়ের পুঁজি গড়ে। 
 
৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ২ উইকেটে ৩৫ আর বাংলাদেশের ২ উইকেটে ৩২ রান। অভিজ্ঞতায় এগিয়ে থাকা অতিথিরা যা পেরেছেন, ঘরের মাঠে খেলার সুবিধা নিয়েও তা করতে পারেননি মাশরাফিরা।
 
“ওরা কিন্তু সেখান থেকে আস্তে আস্তে বের হয়ে এসে মোটামুটি একটা স্কোর দাঁড় করিয়েছে। আমরা সেটা পারতাম কিংবা সামনে পারব।”