প্রথম ইনিংস শেষেই জয় দেখেছে প্রোটিয়ারা

প্রথম ইনিংস শেষেই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া ব্যাটসম্যান রাইলি রুশো ম্যাচ শেষে জানালেন, তারা জানতেন, এই মাঠে দেড়শ’ রানই মোটামুটি যথেষ্ট।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2015, 01:24 PM
Updated : 5 July 2015, 01:24 PM

ব্যাটিং লাইনআপে বিস্ফোরক সব নাম থাকলেও মিরপুরের উইকেট বুঝে উচ্চাভিলাষী শট খেলার পথে পা বাড়াননি দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। বরং উইকেট আগলে রেখে শেষ দিকে ব্যাট চালিয়ে খেলাই ছিল পরিকল্পনা।

মাচ শেষে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে রাইলি রুশো জানালেন সেই পরিকল্পনার কথাই।

“আমরা পরিসংখ্যান দেখেই মাঠে নেমেছিলাম। জানতাম যে এই উইকেটে দেড়শ’ রান যথেষ্ট ভালো স্কোর। প্রথম ইনিংস শেষেই তাই জানতাম, ম্যাচ জয়ের ভালো সম্ভাবনা আছে আমাদের। আমাদের বোলাররা দারুণ বোলিংও করেছে। সবাই পরিকল্পনা অনুযায়ী বোলিং করেছে।”