উইকেট ছিল ভীষণ কঠিন: দু প্লেসি

মিরপুরের উইকেট ব্যাটিংয়ের জন্য ভীষণ কঠিন ছিল বলে জানিয়েছেন ফাফ দু প্লেসি। নিজের ম্যাচ জেতানো ইনিংস আর দলের জয় নিয়ে তৃপ্তি তাই আরও বেড়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা অধিনায়কের।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2015, 11:53 AM
Updated : 5 July 2015, 12:30 PM

টস জিতে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকা প্রথম ওভারেই এবি ডি ভিলিয়ার্সকে হারালে উইকেটে যান দু প্লেসি। সেখান থেকে ছিলেন শেষ পর্যন্ত। এক প্রান্তে উইকেটে থেকে টেনে নিয়ে গেছেন দলের ইনিংস। স্পিন সামলেছেন দারুণ; স্পিনে পায়ের কাজ ছিল দুর্দান্ত। অধিনায়কের ব্যাটেই দেড়শ ছুঁইছুঁই রান করতে পারে দক্ষিণ আফ্রিকা।

অধিনায়ক পরে বোলারদেরও কাজে লাগিয়েছেন দারুণ ভাবে। বাংলাদেশ গুটিয়ে গেছে ৯৬ রানে।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দু প্লেসি বললেন, উইকেট বুঝে মানিয়ে খেলেছেন তারা।

“উইকেট ভীষণ কঠিন ছিল। নতুন বলে ওদের স্পিনাররা বোলিংও করছিল বেশ ভালো। এজন্যই আমরা মানিয়ে নিতে একটু সময় নিয়েছি। থিতু হওয়ার পর খেলাটা একটু সহজ হয়েছে।”

৬১ বলে ৭৯ রানের অপরাজিত ইনিংসটির জন্য ম্যাচসেরাও হয়েছেন দু প্লেসি।

“প্রায় দু মাস বিশ্রামের পর মাঠে নামলাম। আবার ব্যাটিং করতে পারাটাই দারুণ। ব্যাটসম্যান হিসেবে এই ধরণের ইনিংস খেলা সবসময়ই তৃপ্তির। কারণ উইকেট সহজ ছিল না, ফ্ল্যাট টি-টোয়েন্টি উইকেট নয়। উইকেটে পড়ে থাকতে হয়েছে। বল স্পিন করছিল, বাউন্স করছিলই না।”